ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সেবা বিষয়ক কর্মশালা

ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪ঘন্টায় ৭দিনে সার্বক্ষণিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে।

বুধবার (৯-মার্চ) দুপুরে পীরগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে এই কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন রংপুর বিভাগের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক দেওয়ান মোর্শেদ কামাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও সিভিল সার্জন ডাঃ নুর নেওয়াজ আহমেদ,উপ- পরিচালক পরিবার পরিকল্পনা ফারুক আব্দুল্লাহ, উপ-পরিচালক স্থানীয় সরকার বিভাগ রাম কৃষ্ণ বর্মন,পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক (এমসি এইচ) ও প্রোগ্রাম ম্যানেজার জাহাঙ্গীর আলম,পীরগঞ্জ পৌর মেয়র ইকরামুল হকসহ আরও অনেকে।

উক্ত কর্মশালায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী সেবাদানকারী, জনপ্রতিনিধি, সাংবাদিক, ডাক্তারসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন।