ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মুজুরীর টাকা চাওয়ায় দিনমজুরকে গলাটিপে হত্যা

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মজুরির পাওনা টাকা চাওয়ায় জয়ন উদ্দীন নামের এক দিনমজুরকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বুধবার (০১ মার্চ) সন্ধ্যায় উপজেলার বিদ্ধিগাঁও বাজারে এ ঘটনা ঘটে।
জাবরহাট ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া জানান, বিদ্ধিগাঁও গ্রামের দিনমজুর জয়ন উদ্দীন কয়েক দিন আগে একই এলাকার ফরহাদ হোসেনের সরিষাক্ষেতে মজুরি দেন। কয়েক দিন কাজ করার পর মালিক ফরহাদের কাছে মজুরির এক হাজার ২০০ টাকা বকেয়া পড়ে। বুধবার সন্ধ্যায় বিদ্ধিগাঁও বাজারে ফরহাদের কাছে মজুরির পাওনা টাকা চান জয়ন উদ্দীন। এ নিয়ে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে ফরহাদের ছেলে কামরুজ্জামান উত্তেজিত হয়ে জয়ন উদ্দীনের গলা টিপে ধরে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, বিদ্ধিগাঁও বাজারে একজনকে হত্যা করার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন



















