ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের সৈয়দপুর সরকারি কলেজের অধ্যক্ষের দায়িত্ব পেলেন আসাদ
নীলফামারীর ঐতিহ্যবাহী সৈয়দপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছে অধ্যাপক আসাদুজ্জামান আসাদ।
তিনি ওই কলেজের দর্শন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। চলতি মাসের গত ৯ মে তিনি ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব নেন।
জানা গেছে গত ৮ মে ওই কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল মান্নান অবসরে যান। ফলে সিনিয়র শিক্ষক অধ্যাপক আসাদুজ্জামান তার স্থলাভিষক্ত হন।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় তার গ্রামের বাড়ি। তিনি মুক্তিযোদ্ধে শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক গোলাম মোস্তফার সন্তান। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই সন্তানের জনক।এর আগে তিনি ওই কলেজে ১৯৯৬ সালের ২৫ মে প্রভাষক হিসেবে যোগদান করেন।
অত্যন্ত, বিনয়ী ,অমায়িক ও মিষ্টভাষী আসাদুজ্জামান কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ হওয়ায় গত ১৫ মে সন্ধ্যায় পীরগঞ্জ আজাদ স্পোর্টিং ক্লাব ,পীরগঞ্জ প্রেসক্লাব, দোয়েল সংস্থা, উদীচী শিল্পীগোষ্ঠী ও পীরগঞ্জ উপজেলার সুধীসমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিক সমাজ ফুল দিয়ে তাকে অভিনন্দন জানিয়েছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন