ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মাদদকদ্রব্য রোধকল্পে কর্মশালা অনুষ্ঠিত
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে ও জেলা মাদকদ্রবের নিয়ন্ত্রণ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় মাদদকদ্রব্য রোধকল্পে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুন) সকাল ১১টায় উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে মাদকদ্রবের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রনয়নে এক কর্মশালা অনুষ্ঠিত হয়৷
কর্মশালাপরিচালনা করেন ঠাকুরগাঁও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক সৌমিক রায়।
উক্ত কর্মশালায় অংশ নেন, ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল, সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আ:হামিদ, ইউপি চেয়ারম্যান আবুল হোসেন ও শরৎচন্দ্র রায়, পৌর আ”লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার, তথ্যসেবা ও বরেন্দ্র অফিসার, প্রধান শিক্ষক ফারজানা আক্তার, সোহেল রানা, আ:মান্নান, রহিমা বেগম, ইয়াকুব আলী, ইএসডিও ম্যানেজার খায়রুল আলম, পৌর কাউন্সিলর আবু তালেব ও হালিমা আক্তার ডলি প্রমূখ।
এছাড়াও রাজনৈতিক,সামাজিক,শিক্ষক, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা কর্মশালায় উপস্থিত ছিলেন৷ অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা শিক্ষা অফিসার রাহিম উদ্দিন৷
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন