ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে শুভ সংঘের উদ্যেগে কম্বল বিতরণ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে কালের কন্ঠ’ পত্রিকা’র শুভ সংঘের উদ্যেগে শতাধিক অসহায় দারিদ্র শীতার্তর মাঝে কম্বল বিতরণ করা হয়।
পৌরশহরের দি সানরাইজ কিন্ডারগার্টেন স্কুল মাঠে অধ্যক্ষ গোলাম মোস্তফা’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রারানীশংকৈল পৌরমেয়র মোস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথি প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, সম্পাদক মোঃ বিপ্লব, সহ-সভাপতি হুমায়ুন কবির, অধ্যক্ষ মিজানুর রহমান, সাবেক প্রধান শিক্ষক মোকশেদ আলী, শুভ সংঘের সদস্য মাহাফুজ হাসান বকুলসহ উপজেলা শুভ সংঘের অন্যান্য সদস্যরা।
বক্তারা এ সময় বলেন, ‘কালের কন্ঠ’র ‘শুভসংঘ দেশব্যপী শীতার্ত মানুষের মাঝে বিশেষ করে উত্তর অঞ্চলের অসহায় দারিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। শুভ কাজে শুভসংঘের প্রতি সাধারণ মানুষের আস্থা আছে এবং থাকবে।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন