ঠাকুরগাঁয়ের রাণীশংকৈলে দুটি গুচ্ছগ্রামের ১৬ লক্ষ টাকা ঋণ বিতরণ
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/09/20220907_110452-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ঠাকুরগাঁয়ের রানীশংকৈল হোসেনগাঁও ‘বনলতা’গুচ্ছ গ্রাম ও ‘মানিকা দীঘি’ গুচ্ছ গ্রামের ভুক্তভোগীদের মাঝে উপজেলা মিলনায়তনে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর আওতাভুক্ত গুচ্ছগ্রাম সুফলভোগীদের মাঝে ঋণ বিতরণ করা হয়েছে।
বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির ও ডিপি কর্মকর্তা নীহাররঞ্জনসহ অন্যান্য কর্মকর্তারা।
এছাড়াও ঋণ ভুক্তভোগী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তার বক্তব্যে বলেন, ‘প্রধানমন্ত্রী আপনাদের বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছেন। পাশাপাশি আপনাদের কর্মসংস্থানের জন্য ২ টি গুচ্ছ গ্রামে ঋনের ব্যবস্থা করে দিয়েছেন। এ টাকা পাওয়ার পরে আপনারা এর সঠিক ব্যবহার করবেন। এ টাকা যেন কোনভাবে নষ্ট না করে ফেলেন সেদিকে নজর রাখবেন।
জানা যায়, এ উপজেলায় দুটি গুচ্ছগ্রামে নারী ও পুরুষের মাঝে প্রায় ১৬ লক্ষ টাকা ঋণ বিতরণ করা হয়।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন