ড. কামাল হোসেনের সঙ্গে বৈঠকে বসেছেন কাদের সিদ্দিকী
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ‘জাতীয় ঐক্য’ গড়তে তোড়জোড় শুরু হয়েছে রাজনৈতিক বিভিন্ন দলগুলোর মধ্যে। দুদিন আগে যুক্তফ্রন্ট ও গণফোরামের নেতারা এ নিয়ে বৈঠকও করেছেন। কিন্তু সেই বৈঠকে ছিলেন না কৃষক শ্রমিক জনতা লীগ।
এর মধ্যেই বৃহস্পতিবার সকালে মতিঝিলে গণফোরামের কার্যালয়ে দলটির সভাপতি ড. কামাল হোসেনের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকী বৈঠকে বসেন।
বেলা ১১টার দিকে ড. কামাল হোসেনের চেম্বারে যান কাদের সিদ্দিকী।
এসময় তার সঙ্গে ছিলেন সাধারণ সম্পাদক হাবিবুর রহমানসহ কয়েকজন।
তবে কি নিয়ে এই বৈঠক তা জানা না গেলেও ধারণা করা হচ্ছে ‘জাতীয় ঐক্য গড়ার বিষয়েই আলোচনা হচ্ছে।
এর আগে মঙ্গলবার রাত ৮টার দিকে বেইলি রোডে গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের বাসায় জাতীয় ঐক্য গড়তে যুক্তফ্রন্ট ও গণফোরামের নেতারা বৈঠক করেন।
বৈঠকে উপস্থিত ছিলেন ড. কামাল হোসেন এবং যুক্তফ্রন্টের তিন দল বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, মহাসচিব আবদুল মান্নান, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না প্রমুখ।
এছাড়াও ছিলেন বিএনপির বৃহত্তর ঐক্য প্রক্রিয়ায় সমন্বয়ের দায়িত্বে থাকা ডা. জাফরুল্লাহ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন