ড. কামালের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন
জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক এবং গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করা হয়েছে।
শুক্রবার রাতে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানায় আবেদনটি করেছেন দৈনিক বাংলাদেশ সময়ের ভারপ্রাপ্ত সম্পাদক ও ফোকলোর স্টাডিস বিভাগের শিক্ষক মিঠুন মোস্তাফিজ।
অভিযোগে মিঠুন মোস্তাফিজ বলেছেন , ‘শুক্রবার শহীদ বেদীতে ড. কামাল হোসেনকে আগামী নির্বাচনে জামায়াতের অংশগ্রহণ বিষয়ে প্রশ্ন করা হয়। এ বিষয়ে ঐক্যফ্রন্টের অবস্থান নিয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের সম্মানহানি করেন। এমনকি তিনি সাংবাদিকদের হুমকি ও ভয়-ভীতি দেখান।’
মিঠুন মোস্তাফিজ বলেন, ‘জাতির এ ক্রান্তিকালে ড. কামাল ডিজিটাল ডিভাইসে সরাসরি সম্প্রচাররত অবস্থায় সাংবাদিকদের সম্মানহানি করেছেন এবং ভীতি প্রদর্শন করেছেন। যা একজন সাংবাদিক হিসেবে আমার জন্যও লজ্জাকর।’
মিঠুন মোস্তাফিজের লিখিত অভিযোগটি সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে গ্রহণ করেছে ইবি থানা।
বিষয়টি নিশ্চিত করে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, ‘অভিযোগটি জিডি হিসেবে গ্রহণ করেছি। যেহেতু ঘটনাস্থল ঢাকায় তাই এটি ঢাকা মেট্রোপলিটান পুলিশের (ডিএমপি) দারুস সালাম থানায় হস্তান্তর করা হবে।’
শুক্রবার সকালে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টের নেতারা। সেখান থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে একপর্যায়ে জামায়াত সম্পর্কিত প্রশ্নে ক্ষেপে যান সংবিধানের অন্যতম এই প্রণেতা।
সাংবাদিকের প্রতি ক্ষিপ্ত হয়ে কামাল বলেন, ‘বেহুদা কথা বলো, কত পয়সা পেয়েছ এই প্রশ্ন করতে? কার কাছ থেকে পয়সা পেয়েছ? এই জায়গায় এই রাজনৈতিক প্রশ্ন করতে… ।’
‘তোমার নাম কী? জেনে রাখব তোমাকে। চিনে রাখব। পয়সা পেয়ে শহীদ মিনারকে অশ্রদ্ধা করো তোমরা? আশ্চর্য, শহীদদের কথা চিন্তা করো! চুপ করো, চুপ করো! খামোশ, আশ্চর্য!,’ বলেন প্রবীণ এই রাজনীতিবিদ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন