ডাকসুতে কোটা আন্দোলনকারীদের প্যানেল ঘোষণা
২৮ বছর পর অনুষ্ঠেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে কোটা সংস্কার আন্দোলনের প্লাটফর্ম বাংলাদেশ সাধারণ শিক্ষার্থী অধিকার সংরক্ষণ পরিষদ। ২৫ সদস্যের কেন্দ্রীয় সংসদ ও ১৩ সদস্যের হল সংসদের জন্য আলাদা প্যানেল ঘোষণা করেছে পরিষদ।
সোমবার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের এক সংবাদ সম্মেলনে এই প্যানেল ঘোষণা করা হয়।
ডাকসুতে সহ-সভাপতি (ভিপি) পদে মনোনয়ন দেয়া হয়েছে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহবায়ক নুরুল হক নুরকে।আর সাধারণ সম্পাদক পদে প্যানেলে রাখা হয়েছে পরিষদের যুগ্ম আহবায়ক মো. রাশেদ খাঁনকে। আর সহ সাধারণ সম্পাদক (এজিএস) পদে মনোনয়ন দেয়া হয়েছে প্লাটফর্মের আরেক যুগ্ম আহবায়ক মো. ফারুক হোসেনকে।
আগামী ১১ মার্চ ডাকসু নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন