ডিকভেলা-গুনাথিলাকা জুটির নতুন ইতিহাস

এখনও আন্তর্জাতিক ক্রিকেটের পথচলা খুব বেশিদুর এগোয়নি তাদের দু’জনের। একজন খেলেছেন মোটে ১৮তম ওয়ানডে এবং অন্যজন খেলেছেন ২৫তম ওয়ানডে। অথচ, পায়ের নিচে মাটি শক্ত করে তোলার আগেই বিরল এক রেকর্ড গড়ে ফেললেন নিরোশান ডিকভেলা এবং দানুসকা গুনাথিলাকা।

ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এখনও পর্যন্ত এই রেকর্ডটির জন্য কোনো পাতা খোলা হয়নি। আজ নতুন করে একটি পাতা খুলে তা সংরক্ষণের দায়িত্ব পেয়ে গেলো স্ট্যাটগুরু। টানা দুই ম্যাচের ওপেনিং জুটিতে ২০০’র বেশি রান করে ইতিহাসটা তৈরি করে ফেলেছেন শ্রীলঙ্কার এই দুই ওপেনার। সনৎ জয়সুরিয়া আর রুমেশ কালুভিথারানাদের দুই যোগ্য উত্তরসূরীও লঙ্কানরা পেয়ে গেলো সম্ভবত।

জয়সুরিয়া আর কালুভিথারানাদের ব্যাটে ভর করে বিশ্বকাপ জিতেছিল লঙ্কানরা। এবার নতুন ইতিহাস রচনা করলেন নতুন প্রজন্মের এই দুই ওপেনার। একই সঙ্গে আগামী দিনের আগমনী বার্তাও দিয়ে রাখলেন তারা দু’জন।

জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে সফরকারীদের কেো ৩১০ রানের বিশাল চ্যালেঞ্জকে স্বাগতিকরা সহজেই পাড়ি দিয়েছিল ডিকভেলা এবং গুনাথিলাকার ওপেনিং জুটিতে ভর করে। এ দু’জন ৩৭ ওভার খেলে ২২৯ রানের বিশাল জুটি উপহার দেন লঙ্কানদের। তাতেই ১৬ বল হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা।

সেই জয়ের রেশ কাটেনি চতুর্থ ম্যাচে এসেও। হাম্বানতোতায় মহিন্দর রাজাপাকষে স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে আবারও ব্যাট হাতে ঝড় তোলেন দুই লঙ্কান ওপেনার। নিরোশান ডিকভেলা এবং দানুসকা গুনাথিলাকা। এবারও দু’জনের ব্যাটে হলো ডাবল সেঞ্চুরির জুটি। ৩৬তম ওভারে গিয়ে এই জুটিতে যখন ভাঙন ধরে, ততক্ষণে স্কোরবোর্ডে ২০৯ রান উঠে গেছে।

ম্যালকম ওয়ালারের বলে ৮৭ রান করে আউট হন গুনাথিলাকা। তবে টানা দ্বিতীয় সেঞ্চুরি পূরণ করে তবেই সাজঘরে ফেরেন ডিকভেলা। তিনি আউট হন ১১৬ রান করে। শেষ পর্যন্ত লঙ্কানদের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেট হারিয়ে ৩০০ রান।

ওয়ানডে ক্রিকেটের ইতিহানে টানা দুটি ডাবল সেঞ্চুরির জুটি নেই। শুধু ওপেনিংই নয়, যে কোনো উইকেটে টানা দুটি ডাবল সেঞ্চুরি জুটি নেই। এবারই প্রথম এই রেকর্ড স্থাপন করলেন দুই লঙ্কান ওপেনার।