ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োজনীয়তা রয়েছে, যদিও কিছু ত্রুটি আছে: আইনমন্ত্রী
ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক হয়রানি বন্ধের উদ্যোগ চলমান আছে জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, এই আইনে কিছু কিছু ত্রুটি রয়েছে।
রোববার (২ এপ্রিল) দুপুরে ঢাকা চেম্বার অব কমার্সের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োজনীয়তা রয়েছে। যদিও এই আইনে কিছু ত্রুটি আছে, এটা আগেও আমরা বলেছি। তবে সরকার তা সমাধানের চেষ্টা করছে।’
প্রথম আলোর আলোচিত প্রতিবেদন প্রসঙ্গে একটি শিশুর হাতে জাতীয় পতাকা তুলে দিয়ে দেশকে হেয় করা কতটা যৌক্তিক, তা বিবেচনার দাবি করেন আনিসুল হক।
প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের আগাম জামিন দিতে আদালতের অপারগতা প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, বিচারাধীন বিষয়ে মন্তব্য করতে চাই না।
সূত্র: সময় সংবাদ
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন