ডিজিটাল প্রেসক্রিপশনের ব্যাবহার জানতে ইনফো কেয়ার ষ্টলে দর্শনার্থীদের ভিড়
বঙ্গবন্ধু আার্ন্তজাতিক সম্মেলন কেন্দ্র গত বুধবার থেকে শুরু হওয়া বাংলাদেশ আইসিটি এক্সপো ২০১৭ আজ শেষ দিন।
শুক্রবার সকাল থেকেই বৈরী আবহাওয়া তার পরও দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। দর্শনার্থীদের একটা বিশেষ নজর ছিল ইনভাইটেশন জোনের ইনফোকেয়ার বাংলাদেশের তৈরি করা ডিজিটাল প্রেসক্রিপশন উপর।
ইনফো কেয়ার সিইও আানিসুর রহমান আওয়ার নিউজ বিডি’কে বলেন, এই প্রেসক্রিপশনটি শুধুমাত্র ডাক্তারদের ব্যবহারের জন্য তৈরী করা হয়েছে; যা একজন ডাক্তারের জন্য খবুই গুরুত্বপূর্ণ। কেননা ডাক্তার রোগীর হিষ্টরী শুনে খুব অল্প সময়ের মধ্যে রোগীর প্রেসক্রিপশন তৈরী করতে পারবেন এবং রোগীর ডাটা সংগ্রহ করতে পারবেন। একজন রোগী ঘরে বসেই ডাক্তারের এপ্যায়নমেন্ট নিতে পারবেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন