ডিজিটাল মুদ্রা বিনিময় কেন্দ্র চালু করছে ইয়াহু
ইয়াহু জাপান বিটকয়েনের মত ক্রিপ্টোকারেন্সি আদান-প্রদানের কেন্দ্র চালু করবে বলে জানিয়েছে কয়েকটি সংবাদ সংস্থা।
নিক্কে এশিয়ান রিভিউ জানিয়েছে, জাপানের ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানটি বিটআর্গ এক্সচেঞ্জ টোকিওর ৪০ শতাংশ মালিকানা আগামী মাসে কিনে নেবে। এরপর এক বছরের মধ্যে তারা বিটআর্গের প্রযুক্তি ব্যবহার করে একটি নতুন এক্সচেঞ্জ গড়ে তুলবে।
বিটআর্গ ইতোমধ্যেই জাপানের অর্থনৈতিক নীতি-নির্ধারকদের লাইসেন্স নিয়ে কাজ করছে। ২০১৯ সালের শুরুতে ইয়াহু জাপান সেখানে আরও বিনিয়োগ করবে।
নিক্কে জানিয়েছে, ইয়াহু জাপান ১৯ মিলিয়ন ডলারে বিটআর্গের ৪০ শতাংশ শেয়ার কিনে নেবে।
নতুন এক্সচেঞ্জ গড়ে তোলার সময় ইয়াহু জাপান করপোরেট নিয়ন্ত্রণ, ক্রেতা ব্যবস্থাপনা ও নিরাপত্তার দিকে বিশেষ নজর রাখবে।
উল্লেখ্য, জানুয়ারি মাসে জাপানের কয়েনচেক এক্সচেঞ্জ থেকে ৫৩৩ মিলিয়ন ডলার সমমানের ডিজিটাল মুদ্রা চুরি করে নেয় হ্যাকাররা। এরপর, দেশটির কর্তৃপক্ষ ক্রিপ্টোকারেন্সি বিনিময় কেন্দ্রগুলো কঠোরভাবে নিয়ন্ত্রণের পদক্ষেপ গ্রহণ করে।
চলতি মাসের শুরুতে জাপানের দুটি এক্সচেঞ্জকে একমাস কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন