ডিবিসি নিউজের প্রযোজক হত্যার প্রতিবাদে পাবনায় সাংবাদিকদের প্রতিবাদ মানববন্ধন
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/06/News-Photo-Pabna-1-4-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ডিবিসি নিউজের সাংবাদিক প্রযোজক আব্দুল বারীকে হত্যার প্রতিবাদে পাবনায় কর্মরত গণমাধ্যম কর্মীদের ৎুতিবাদ মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনে শহরের অব্দুল হামিদ সড়কে ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়।
গত বুধবার (৭ জুন) রাজধানীর নিকেতনের কাছে হাতিরঝিল থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলাকেটে নৃশংসভাবে হত্যা করা হয় তাকে। পূর্বশত্রæতার জের ধরে এই হত্যাকান্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক আব্দুল মতিন খান, মাছরাঙা টিভির ব্যুরো চীফ উৎপল মির্জা, প্রবীণ সাংবাদিক আব্দুল হামিদ খান, রেডিও বাংলাদেশ পাবনা সংবাদদাতা সুশিল তরফদার, প্রবীণ সাংবাদিক বীর মুক্তিয়োদ্ধা আব্দুল জব্বার, উন্নয়ন ও গণমাধ্যম কর্মী প্রশিক্ষক নরেশ মধু, সংবাদপত্র পরিষদের সম্পাদক শহীদুর রহমান, রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী বাবলা, সিনসা পত্রিকার সম্পাদক এসএম মাহাবুব, বাসসের রফিকুল ইসলাম, আরটিভির আবুল কালাম, ফটো সাংবাদিক এসএম আলম, এসএ টিভির কলিট তালুকদার, একাত্তর টিভির মুস্তাফিজুর রহমান, ডিবিসি টিভির পার্থ হাসান, জিটিভির ইমরোজ খন্দকার, সাংবাদিক পাভেল মৃধা, যায়যায় দিনের আরিফ খন্দকার, পাবনা প্রতিদিনের মনিরুজ্জামান, প্রতিদিনির সংবাদের খালেকুজ্জামান, এশিয়ান টিভির ফজলুল হক, পাবনা বার্তার শামসুল আলম, ঢাকা পোস্টের রাকিব হাসনাতসহ জেলায় কর্মরত অর্ধশত প্রিন্ট, ইলেকট্রনিক ও স্থানীয় পত্রিকার সাংবাদিকেরা এই মানবন্ধনে অংশগ্রহণ করেন।
সারাদেশে দায়িত্বরত গণমাধ্যমকর্মীদের হয়রানী হুমকি, হামলা ও সংবাদ পরিবেশন করার কারনে পরিকল্পিতভাবে হত্যা করা হচ্ছে। এখন পর্যন্ত যে সকল সাংবাদিককে অকালে শত্রæতাবশত হত্যা করা হয়েছে কোন ঘটনারই খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হয়নি। একদিকে সাংবাদিক হত্যার মধ্যদিয়ে গণমাধ্যমকর্মীদের কন্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে।
অপরদিকে সাংবাদিক নামধারীরা সাংবাদিকতার নাম ভাঙ্গিয়ে বিভিন্ন অপকর্ম করে মূলধারা এই পবিত্র দায়িত্বশীল পেশাকে কুলশিত করার চক্রান্ত করছে। তাই সময় এসেছে এখন সাংবাদিক প্রযোজক বারী হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির মধ্যদিয়ে সকল অপশক্তি, সন্ত্রাসী ও খুনিদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার। এই হত্যাকান্ডের সাথে যারাই জড়িত থাকুক তাদের দ্রæত গ্রেফতার করে ও হত্যার মূল রহস্য উদঘাটনের দাবি জানান সকলে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন