ডিসেম্বরেই বিএনপির সবপর্যায়ে কমিটি গঠনের নির্দেশ
মেয়াদোত্তীর্ণ জেলা, থানা, পৌর, ইউনিয়নসহ সব পর্যায়ের কমিটি আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এই সময়ের মধ্যে দায়িত্বপ্রাপ্তদের কেউ কমিটি গঠনে ব্যর্থ হলে তাদের কারণ দর্শানোর নোটিশ দিতে বলা হয়েছে।
মঙ্গলবার (১২ অক্টোবর) বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সাংগঠনিক ও সহসাংগঠনিক সম্পাদকদের সঙ্গে বৈঠকে এ নির্দেশ দেওয়া হয়।
জানা গেছে, বিকেলে শুরু হওয়া রুদ্ধদ্বার এই বৈঠক চলে রাত পর্যন্ত। বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের বেশির ভাগ সাংগঠনিক ও সহসাংগঠনিক সম্পাদকরা অংশ নেন। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তারেক রহমান।
জানতে চাইলে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেন, দলের সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে বৈঠক ছিল। সেখানে দল পুনর্গঠনের বিষয়ে কিছু দিকনির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সূত্র জানায়, ১৪ থেকে ১৬ সেপ্টেম্বর এবং ২১ থেকে ২৩ সেপ্টেম্বর দলের ভবিষ্যৎ করণীয় নির্ধারণে দলের ভাইস চেয়ারম্যান সংগঠনের শীর্ষ নেতার সঙ্গে দুই দফায় ছয় দিন বৈঠক করেন বিএনপির হাইকমান্ড।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন