ডেইরী খামার করে স্বাবলম্বি হচ্ছেন জামালপুরের গ্রামীন মহিলারা

সরকার গ্রামীন মহিলাদের আত্ম-কর্মসংস্থানের লক্ষ্যে একের পর এক প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছেন। এ সব প্রকল্পের মধ্যে রয়েছে ডেইরী প্রকল্প শিল্প। সরকারের এ সফল প্রকল্প জামালপুর জেলার ৭টি উপজেলায় বাস্তবায়ন হওয়ায় অসংখ্য গ্রামীন মহিলাদের আত্ম কর্মংস্থান হয়েছে। অনেক মহিলা নিজ উদ্যোগে ডেইরী খামার গড়ে তুলেছেন। ফলে অর্থনীতিতে চাঙ্গা ভাব ফিরে এসেছে।

জানা যায়, জামালপুর সদর উপজেলা কৃষি সর্মৃদ্ধ এলাকা হলেও ডেইরী খামারের বিশেষ খ্যাতি রয়েছে। এ উপজেলার এমন কোন এলাকা নেই ডেইরী খামার না রয়েছে। লক্ষীরচর, রায়েরচর, টেবিরচর, তুলশীরচর, কাজিয়রাচর, চর গজারিয়অ, চর যথার্থপুর, নরুন্দী, ইটাইল সহ আরো বেশ কয়েকটি এলাকায় প্রায ২৫০টি ডেইরী খামার রয়েছে।

সরেজমিনে এ এলাকা গুলো ঘুরে কথা হয় বেশ কয়েকজন খামারির সাথে তারা এ প্রতিবেদক কে বলেন, সরকার ডেইরী শিল্প বিকাশের জন্য ও গ্রামীন মহিলাদের আত্ম কর্মসংস্থাানের লক্ষ্যে স্বল্প সুদে ঋন সুবিধা দিয়েছেন। এ ঋন সুবিধা পেয়ে অনেক মহিলা ডেইরী খামার গড়ে তুলেছেন। কথা হয় লক্ষীর চরের জুুলেখা বেগম(৩০) এর সাথে তিনি জানান, এ গ্রাম গুলোর এমন কোন বাড়ি নেই দুগ্ধজাত গাভী না রয়েছে।

দুধ বিক্রি করে অনেকে স্বচ্ছল ভাবে দিনাতিপাত করছে। আবার কেউ খামার করে স্বাবলম্বিতা অর্জন করেছে। এ সব ডেইরী খামার তত্বাবধান করছে জেলা প্রানি সম্পদ বিভাগ।
সরকারে এ সফল প্রকল্প প্রানি সম্পদ বিভাগ মেলান্দহ, মাদারগঞ্জ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলায় ছড়িয়ে দিয়েছে। এ উপজেলাধীন প্রায় প্রতিটি গ্রামে গড়ে উঠেছে ডেইরী খামার।

সরেজমিনে ডাংধরা, পাররামপুর, হাতিবান্দা, বগারচর, বাট্রাজোর, চিকাজানি, নাংলা, আদ্রা, মহাদান, ভাটারা, কামরাবাদ এলাকার বেশ কয়েকজন মহিলা খামারির সাথে কথা হয় তারা এ প্রতিবেদক কে জানান ৩৫০টি ডেইরী খামার রয়েছে। তা ছাড়া প্রতিটি বাড়িতে মহিলারা ২/১টি দুগ্ধজাত গাভী পালন করছেন।

কথা হয় খামারি বানেছা বেগম(২৮) এর সাথে তিনি জানান কৃষক বান্ধব আওয়ামীলীগ সরকার গ্রামীন মহিলাদের আত্ম কর্মসংস্থানের লক্ষ্যে ডেইরী খামার প্রকল্প হাতে নিয়ে জেলা প্রানি সম্পদ বিভাগের মাধ্যমে বাস্তবায়ন করেছেন। তিনি আরো জানান সমবায়ের ভিত্তিতে দুধ বিক্রি করা হচ্ছে। ফলে গ্রামীন অর্থনীতির চাঁকা জোরালো গতিতে ঘুরছে।