‘ডেঙ্গু উদ্বেগজনক হারে বাড়লেও এখনই মহামারী বলা যাবে না’
ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনীসহ সরকারের সব সংস্থা প্রস্তুত বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।
শুক্রবার (২৬ জুলাই) সকালে রাজধানীতে ডেঙ্গু সচেতনতা বিষয়ক এক মতবিনিময় সভাশেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, ডেঙ্গু আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে, তবে এখনই মহামারী বলা যাবে না।
তিনি বলেন, ডেঙ্গু রোগীর সংখ্যা প্রতিদিন বাড়ছে, এ কথার সঙ্গে আমরা কেউ দ্বিমত নই, আপনারা দেখছেন হাসপাতালগুলোতে জায়গা হচ্ছে না, হাসপাতালের বারান্দাতেও রোগী আছে, এসব কথায় আমাদের কোনো দ্বিমত নেই।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন