ডোমারে সপ্তর্ষী বিদ্যাপীঠে ইফতার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
হামিদা আক্তার, নীলফামারী থেকে : ”শিক্ষার জন্য এসো, সেবার জন্য যাও ”শ্লোগানে ৫ জুন বিকালে নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ীতে মটুকপুর সপ্তর্ষী বিদ্যাপীঠ প্রাঙ্গনে বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে ইফতার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে ডিমলা ইসলামিয়া ডিগ্রী মহাবিদ্যালয়ের উপাধ্যক্ষ (অব:) মোঃ আলতাফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ খায়রুল আলম বাবুল। উক্ত বিদ্যালয়ের সহ:প্রধান শিক্ষক সিবলী সাদিক সাধনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন ডোমার উপজেলা আওয়ামীলীগের সারাধন সম্পাদক মোঃ তোফায়েল আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মেহেরুন আক্তার পলিন, সদস্য ফেরদৌস পারভেজ, পাংগা মটুকপুর ইউপি’র চেয়ারম্যান মোঃ আব্দুল মজিদ, ডোমার সরকারী কলেজের উপাধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম। ইফতার ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আমেরিকা প্রবাসী স্ব-স্ত্রীক মোঃ শরিফুজ্জামান শরীফ, উক্ত বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোঃ সাজ্জাদুল ইসলাম শুভ, ডিমলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ বাদশা সেকেন্দার ভুট্ট,সদস্য আতিকুল ইসলাম আতিক, ডোমার ইউপি চেয়ারম্যান, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ, সূধীজন, অভিভাবকবৃন্দ, ছাত্র-ছাত্রীবৃন্দ ও সাংবাদিকবৃন্দ প্রমূখ। অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তৃতায় বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষার মান উন্নয়নের বর্তমান সরকারের ভূমিকা অপরীসিম। ডোমারের এ প্রত্যান্ত অঞ্চলে এ বিদ্যাপীঠটি সুনামের সাথে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। তিনি বলেন, আমরা এলাকাবাসী বিদ্যাপীঠটিকে আরো বেশী গতিশীল ও শিক্ষার মান উন্নয়নে সহযোগীতা করতে পারি তাহলে এই শিক্ষা প্রতিষ্ঠানটি আরো বেশী এগিয়ে যাবে। আমরা প্রত্যাশা করি বিদ্যাপীঠ যেন আগামীতে আরো বেশী সুনামের সাথে এগিয়ে যেতে পারে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন