ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৫ কিলোমিটার তীব্র যানজট
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/08/hygg-660x330.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি সেতু এলাকা থেকে মহাসড়কের মাধাইয়া পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার সড়কজুড়ে ঢাকাগামী অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার গভীর রাত থেকে শুরু হওয়া এ যানজট বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রমেই দীর্ঘ হয়। আটকা পড়েছে অনেক পণ্য ও যাত্রীবাহী যানবাহন। এতে চরম দুর্ভোগ পড়েছেন যাত্রীরা।
যানবাহন চালকদের অভিযোগ ওজন নিয়ন্ত্রণের নামে দাউদকান্দি টোলপ্লাজায় চাঁদাবাজি নিয়ে দর কষাকষির কারণে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। টোল প্লাজা থেকে চট্টগ্রাম পর্যন্ত এই মহাসড়ক ফোরলেন হলেও দাউদকান্দির এই চাঁদাবাজির কারণে যাত্রীদের দুর্ভোগ পিছু ছাড়ছে না।
টোল প্লাজায় ওজন নিয়ন্ত্রণের নামে চাঁদাবাজি বন্ধ না হলে আসন্ন ঈদ উল আজহার ছুটির সময় যানজট আরও বৃদ্ধি পেয়ে যাত্রীদের ভোগান্তি বাড়াবে বলে পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এদিকে বুধবার দুপুর ২টায় দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ মুঠোফোনে জাগো নিউজকে জানান, মহাসড়কের ঢাকামুখী অংশে এখন গৌরিপুর পর্যন্ত যানজট আছে, হাইওয়ে পুলিশ যানজট নিরসনে কাজ করছে বলেও তিনি জানান।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন