ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩৫ কিলোমিটার যানজট
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের ভোগড়া বাইপাস থেকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় পর্যন্ত দীর্ঘ ৩৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।
বৃষ্টি ও চার লেনের কাজের কারণে মঙ্গলবার রাত থেকে মহাসড়কে খণ্ড খণ্ড যানজটের সৃষ্টি হয়। বুধবার সকালেও তা অব্যাহত রয়েছে।
সালনা হাইওয়া থানার ওসি হোসেন সরকার জানান, একদিকে বৃষ্টি ও অন্যদিকে মহাসড়কে চার লেনের কাজ চলছে। এ কারণে গাড়িগুলো এক লেনে চলাচল করছে। ফলে মহাসড়কে যানবাহন চলাচল করছে ধীরগতিতে।
এ থেকেই গাজীপুরের ভোগড়া বাইপাস থেকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় পর্যন্ত দীর্ঘ ৩৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন