ঢাকায় সোহাগ হত্যা মামলার দুই আসামী নেত্রকোনার দুর্গাপুর থেকে গ্রেপ্তার

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ(৩৯) কে নৃশংসভাবে হত্যা মামলার আসামি দুই ভাইকে নেত্রকোনার দুর্গাপুর উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (১৩ জুলাই) ভোরে নেত্রকোনা পুলিশের সহায়তায়, ঢাকা ডিবি পুলিশ ২নং দুর্গাপুর ইউনিয়নের সীমান্তবর্তী চায়না মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোনা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ।

পুলিশ সুপার জানান, ঢাকার গোয়েন্দা পুলিশ নেত্রকোনা পুলিশের সহায়তায় দুর্গাপুরের চায়নার মোড় এলাকায় শনিবার রাত সাড়ে চারটার দিকে অভিযান চালিয়ে ভোরে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সজীব ব্যাপারী ও রাজীব ব্যাপারী বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার টুনারচর এলাকার মৃত ইউনুস ব্যাপারী ছেলে। সোহাগ হত্যা মামলায় রাজিব ১০ নম্বর ও সজীব ৭ নম্বর এজাহারভুক্ত আসামি।

উল্লেখ্য: গত বুধবার বিকেলে মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে রাস্তার ওপর ব্যবসায়ী লাল চাঁদকে নৃশংসভাবে হত্যার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

পরবর্তিতে গোয়েন্দ সংস্থা দেশের বিভিন্ন এলাকায় চিরুনী অভিযান চালান। ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯) নৃশংসভাবে হত্যার ঘটনায়, স্থানীয় পুলিশের সহায়তায় চায়না মোড় এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) দুই আসামি সজীব ব্যাপারী ও রাজীব ব্যাপারী(দুই সহোদর) কে গ্রেপ্তার করেন।