ঢাকার দুই প্রবেশমুখে পুলিশের তল্লাশি-জিজ্ঞাসাবাদ

ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে ঢাকার দুটি প্রবেশমুখ উত্তরার আবদুল্লাহপুর মোড় , সাইদ গ্র্যান্ড সেন্টারের সামনে পুলিশের সংখ্যা ও তৎপরতা আরও বেড়েছে। গতকাল শুক্রবারের চেয়ে আজ শনিবার সকাল থেকে পুলিশের তৎপরতা আরও বেশি লক্ষ করা যাচ্ছে। যানবাহনে তল্লাশি ও পথচারীদের জিজ্ঞাসাবাদও করছে পুলিশ।

আজ সকালে আবদুল্লাহপুর মোড়ের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে পলওয়েল কারনেশন শপিং সেন্টার, সাইদ গ্র্যান্ড সেন্টার ও বিআরটি প্রকল্পের উড়ালসড়কের সামনে পুলিশ সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে। বিভিন্ন যানবাহনে তল্লাশির পাশাপাশি সন্দেহভাজন সাধারণ পথচারীদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে ঢাকার প্রবেশমুখ আমিনবাজারে ঢাকামুখী সব গণপরিবহনকে ঠেকিয়ে দেওয়া হচ্ছে। সেখানে এক দফা জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হচ্ছে যাত্রীদের। পরে গাবতলী সেতুর পার হয়ে আরেক দফায় পুলিশের জেরার মুখে পড়ছেন তাঁরা। তাঁদের কেউ কেউ অভিযোগ করেন, জিজ্ঞাসাবাদের নামে অযথাই হয়রানি করা হচ্ছে। পুলিশ সদস্যরা তাঁদের মুঠোফোন ঘেঁটে দেখেছেন।

ঢাকার সাভার উপজেলা ও ধামরাইয়ে তল্লাশি জোরদার করেছে পুলিশ। তল্লাশি চলাকালে সাভারের আশুলিয়া, আমিনবাজার ও ধামরাই থেকে আজ শনিবার সকাল নয়টা পর্যন্ত শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে।

গাবতলী সেতুর পাশে পর্বত সিনেমা হলের সামনে বসানো হয়েছে পুলিশের তল্লাশিচৌকি। সেখান থেকে সকাল পৌনে ১০টা পর্যন্ত কোনো গণপরিহন ঢাকায় ঢুকতে দেওয়া হয়নি। ফলে অফিসযাত্রীসহ নানা কাজে ঢাকায় আসা যাত্রীদের পায়ে হেঁটে গন্তব্যের দিকে রওনা হতে হয়। কারণ, এ পাশেও রাস্তায় রিকশা, সিএনজিচালিত অটোরিকশাসহ অন্য কোনো যানবাহন প্রায় নেই বললেই চলে।

তবে পুলিশের দাবি, যাঁদের বিরুদ্ধে মামলা রয়েছে, তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া সন্দেহভাজন হিসেবে জামায়েত ও বিএনপির নেতা-কর্মীসহ বেশ কয়েকজকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।