ঢাকার পুরান কেন্দ্রীয় কারাগারের সামনে অগ্নিকান্ড
![](https://ournewsbd.net/wp-content/uploads/2018/02/karagar-2-20180226212457.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারের পাশে চকবাজারের সড়কের একটি বৈদ্যুতিক ট্রান্সফর্মারে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলের ২০০ গজের মধ্যে জিয়া অর্ফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে রাখা হয়েছে।
সোমবার রাত ৮ টা ২৭ মিনিটে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মিজানুর রহমান বলেন, সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে যায়। তবে এলাকার বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করার পরপরই আগুন নিভে যায়।
মিজানুর রহমান জানান, শর্ট সার্কিট থেকে আগুনের ঘটনা ঘটেছে। এতে হতাহতের কোন সংবাদ পাওয়া যায়নি।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন