তত্ত্বাবধায়ক সরকার আর নয় : ওবায়দুল কাদের
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/08/kader.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
কোনোভাবেই বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার আর ফিরে আসবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার (১৪ আগস্ট) রাজধানীর বনানীতে সেতু ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, কেয়ারটেকার সরকার ইজ নো মোর। কোনোভাবেই কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন হবে না।
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলছেন, নির্বাচনের আগে নিশ্চিতভাবে পরিবর্তন হচ্ছে। হাওয়া থেকে পাওয়া অনেক দিবাস্বপ্ন বিএনপির আছে, তারা দেখেছেও। কোনো ফল হয়নি। হবেও না। ১০ ডিসেম্বর ক্ষমতা নেবে, ১১ তারিখ তারেক রহমান ফিরবে। এমন স্বপ্নও বিএনপি দেখেছিল। তাদের দিবাস্বপ্ন, দিবাস্বপ্নই রয়ে গেছে। আমাদের মেসেজ একটাই, কেয়ারটেকার ইজ নো মোর। শেখ হাসিনার পদত্যাগ বা সংসদ বিলুপ্ত হবে না। সাংবিধানিক বিষয়ে পরিবর্তনের কোনো সুযোগ নেই।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই। বিএনপি অরাজকতা সৃষ্টি করে। তারা সমাবেশের নামে হামলা ভাঙচুর করে।’
তিনি বলেন, ‘যারা বিদেশ থেকে আসছেন, এ যাবত কোনো বিদেশি বন্ধু তত্ত্বাবধায়ক, শেখ হাসিনার পদত্যাগ নিয়ে কথা বলেননি। বিরোধীদল বিহীন নির্বাচন হবে না। অংশগ্রহণমূলকই হবে। বিরোধীদল বলতে তো শুধু বিএনপি বোঝালে হবে না। তাছাড়া বিএনপির ভেতরে যে সবাই নির্বাচন করতে চায় না, এমনও নয়।’
সেতুমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ নাম দেয় সমাবেশ, হয়ে যায় মহাসমাবেশ। বিএনপি নাম দেয় মহাসমাবেশ, হয়ে যায় সমাবেশ।’
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন