তরিকত ফেডারেশনও চায় নৌকা প্রতীক
একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটে থেকে নৌকা প্রতীকে নির্বাচন করতে চায় বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ)। রোববার ইসি সচিবের কাছে এ সংক্রান্ত চিঠি দেন দলটির মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরী।
চিঠিতে তিনি উল্লেখ করেন, তরিকত ফেডারেশনের নির্বাচনী প্রতীক ‘ফুলের মালা’ হলেও বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম শরীক দল হিসেবে বিগত সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে অংশগ্রহণ করে। সে অনুযায়ী একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আমরা ১৪ দলীয় জোটের সঙ্গে জোটগতভাবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে নীতিগতভাবে সম্মত হয়েছি।
এর আগে হাসানুল হক ইনুর জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এবারও নৌকা প্রতীকে নির্বাচন করতে চায় বলে সিইসির কাছে চিঠি দেয়।
এ ছাড়া জোটের প্রতীকের বিষয়ে ব্যাখ্যা চেয়ে সচিবের কাছে চিঠি দিয়েছে বিকল্পধারা বাংলাদেশ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন