তরুণদের চ্যালেঞ্জের মধ্যেই এগিয়ে যেতে হবে : কাদের
ব্যক্তি ও সমাজের বিভিন্ন ভালো কাজে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, সমাজের নানান চ্যালেঞ্জের মধ্যেই তরুণদের এগিয়ে যেতে হবে।
রোববার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীতে একটি মানসিক স্বাস্থ্যবিষয়ক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান মশালের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের মনে করেন, অবকাঠামো উন্নয়ন যদি হয় হার্ডওয়্যার তাহলে মানসিক স্বাস্থ্য তথা মননশীলতা হচ্ছে সফটওয়্যার। যে তারুণ্য দেশকে স্বাধীন করার জন্য অস্ত্র হাতে তুলে নিয়েছিল, সে তারুণ্য অপসংস্কৃতির আগুনে পুড়তে পারে না।
এসময় মশালের প্রতিষ্ঠাতা সভাপতি মারিয়া মুমুসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন