‘তারা ১০ বছরে ১০ মিনিটও আন্দোলন করতে পারেনি’
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপির উদ্দেশে বলেছেন, ‘তারা ১০ বছরে ১০ মিনিটও আন্দোলন করতে পারেনি। তারা আবার এখন কী করবে।’
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে ক্যামেলিয়া ফেরিতে যাত্রার আগে তিনি এসব কথা বলেন।
এ সময় ওবায়দুল কাদের বলেন, ‘যারা আন্দোলনে পরাজিত, নির্বাচনেও পরাজয় হয়েছে, তাদের নতুন করে বিশ্বাস করার কিছু আছে বলে মনে হয় না। যা বাংলাদেশের জনগণ করে না আমরাও করি না। তারা যদি সহিংসতা ও নাশকতার পথে যায়, তাহলে পরিস্থিতি মোকাবিলায় জনগণকে সঙ্গে নিয়ে সমীচীন জবাব দেওয়া হবে।’
তিনি আরো বলেন, ‘তারা যদি আইনি পথে যায়, তাহলে আমরা লিগ্যাল ব্যাটেল করব। যদি রাজনৈতিক আন্দোলনে যায়, তাহলে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।’
নির্বাচন বাতিলের দাবিতে জাতীয় ঐক্যফ্রন্টের কর্মসূচি ঘোষণার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নে সেতুমন্ত্রী বলেন, ‘বিরোধী দলের কর্মসূচি, আচরণ এগুলো তাদের নিজস্ব ব্যাপার। নির্বাচন নিয়ে তারা লিগ্যালভাবে যেকোনো ধরনের কর্মসূচি দিতে পারে। বলার নেই। আন্দোলন যদি সহিংসতার পথে যায় তাহলে ব্যবস্থা নেওয়া হবে।’
এর আগে আজ ভোর পৌনে ৭টার দিকে রাজধানীর জাতীয় সংসদ ভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন মন্ত্রিপরিষদের নতুন সদস্যরা। সেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করবেন তারা।
অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ১০টার দিকে তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন