তালায় গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার
সাতক্ষীরার তালার খেশরা থেকে এক গৃহবধু’র ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত গৃহবধু নমিতা মন্ডল (৪৩) খেশরা ইউনিয়নের সোনাবাদল গ্রামের শংকর মন্ডলের স্ত্রী ও এক কন্যা সন্তানের জননী। নমিতা-শংকর দম্পতি তাদের একমাত্র মেয়ের বিবাহ বিচ্ছেদের পর থেকে মানসিক ভাবে বিপর্যস্থ ছিলেন। এরই জেরে শুক্রবার রাতের কোন এক সময় কাউকে কিছু না জানিয়ে নমিতা রানী ঘরের আড়ায় গলায় দড়ি দিয়ে আত্মহননের পথ বেছে নেন। শনিবার সকালে তার পরিবারের সদস্যরা পুলিশে খবর দেয়। এরপর পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন