তালেবানের আক্রমণে ৩০ আফগান সেনা নিহত
আফগানিস্তানে যুদ্ধবিরতি শেষে আজ দেশটির পশ্চিম প্রদেশ বাদঘিজে তালেবানের আক্রমণে ৩০ আফগান সেনা নিহত হয়েছেন। ঈদুল ফিতরের যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো সামরিক বাহিনীর ওপর এ হামলা চালিয়েছে সশস্ত্র তালেবানরা। আজ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বাদঘিজ প্রদেশের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
এদিকে ঈদুল ফিতর উপলক্ষে তালেবানের তিনদিনের যুদ্ধবিরতি গত রবিবার (১৭ জুন) শেষ হয়। যদিও ঈদকে কেন্দ্র করে ঘোষণা করা এক অভূতপূর্ব যুদ্ধবিরতির মধ্যে কয়েক ডজন তালেবান জঙ্গি অস্ত্র ছাড়াই আফগানিস্তানের রাজধানীতে প্রবেশ করেছিলেন। গত শনিবার কাবুলের এই নতুন মেহমানরা নিরাপত্তা চেকপোস্টগুলিতে নিজেদের অস্ত্র জমা দেন এবং তারপর শহরে ঢোকেন। এরপর আফগান সেনারা তালেবানের যোদ্ধাদের সাথে কোলাকুলি করেন যা দেখে অনেকেই নিজের চোখকেই বিশ্বাস করতে পারেননি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন