ডিসেম্বরে তিনটি টেষ্ট ও দুটি ওয়ানডে খেলতে আসছে ভারত
আগামী ১ ডিসেম্বর তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে ভারত আসবে বাংলাদেশে।
বৃহস্পতিবার (২০ অক্টোবর ২০২২) বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে।
আগামী ৪, ৭ ও ১০ ডিসেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ-ভারতের মধ্যকার তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে। এছাড়াও সফরের প্রথম টেস্টে ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। খেলাটি শুরু হবে ১৪ ডিসেম্বর এবং সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে আবার মিরপুরে ফিরবে দুই টিম। ২২ ডিসেম্বর শুরু হবে শেষ টেস্ট।
ভারত সর্বশেষ ২০১৫ সালে বাংলাদেশ সফর করেছিল। দীর্ঘ অপেক্ষার পর ঘরের মাঠে ভারতের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলার সুযোগ পাচ্ছে টিম টাইগার। এদিকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ‘সম্প্রতি বাংলাদেশ-ভারত ম্যাচগুলো দারুণ লড়াইয়ের জন্ম দিয়েছে। দুই দেশের সমর্থকেরাই এই স্মরণীয় সিরিজের জন্য মুখিয়ে আছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে পাপন আরও বলেন,আমি ভারতীয় ক্রিকেট বোর্ডকে বিসিবির সঙ্গে সিরিজের সূচি নির্ধারণ নিয়ে কাজ করার জন্য ধন্যবাদ জানাতে চাই। আমরা ভারতকে বাংলাদেশে স্বাগত জানানোর অপেক্ষায় আছি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন