তুরস্কে জরুরি আইন প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেন এরদোগান
তুরস্কের জরুরি অবস্থা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।
বুধবার এক বৈঠকে এরদোগান ও নির্বাচনী জোটের প্রধান শরিক দল এমএইচপি নেতা দেভলেত বাহচেলির মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। খবর ডেইলি সাবাহর।
তুরস্কে ২০১৬ সালের ১৫ জুলাই রাতে ব্যর্থ সামরিক অভ্যুত্থানের জের ধরে তিন মাসের জরুরি অবস্থা জারি করেছিল এরদোগান সরকার।
পরে কয়েক দফায় এই জরুরি অবস্থার মেয়াদ বাড়ানো হয়। সর্বশেষ মেয়াদ আগামী মাসে শেষ হওয়ার কথা রয়েছে।
গত ২৪ জুন তুরস্কে অনুষ্ঠিত প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচনের প্রচারকালে জরুরি অবস্থা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছিলেন এরদোগান।
নির্বাচনে বিজয়ী হওয়ার পর বুধবারের বৈঠকে তিন মাসব্যাপী চলতি জরুরি অবস্থার মেয়াদ জুলাইতে শেষ হওয়ার পর তা আর নবায়ন না করতে সম্মত হন সরকারি জোটের দুই শীর্ষ নেতা এরদোগান ও বাহচেলি।
বিভিন্ন সূত্রে জানা গেছে, প্রেসিডেন্ট এরদোগান এমএইচপি দলকে মন্ত্রিসভায় স্থান দিতে পারেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন