তৃতীয় মেয়াদে বিসিবি সভাপতি নির্বাচিত পাপন
তৃতীয় মেয়াদের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নির্বাচিত হয়েছেন নাজমুল হাসান পাপন।
বুধবার বিসিবির পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে তাকে আবারও সভাপতি নির্বাচিত করা হয়েছে।
নাজমুল হাসান পাপন ২০১২ সালে সরকারের মনোনয়নে আ হ ম মুস্তফা কামালের স্থলাভিষিক্ত হন। ওই বছরই তিনি সভাপতি নির্বাচিত হন। নাজমুল হাসান বিসিবির প্রথম নির্বাচিত সভাপতি।
এবার বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচনে ২৩ জনের মধ্যে ২০ জনই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আর জাতীয় ক্রীড়া পরিষদ থেকে দুজন মনোনীত হয়েছেন।
পরিচালনা পর্ষদের নির্বাচনে জয়ী হয়েছেন ঢাকা বিভাগ থেকে জাতীয় দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয় ও সৈয়দ আশফাকুল ইসলাম এবং বরিশাল বিভাগ থেকে আলমগীর হোসেন আলো।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন