তৃতীয়বারের মতো নিষিদ্ধ হাফিজ
অবৈধ অ্যাকশনের জন্য তৃতীয়বারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ে নিষিদ্ধ হলেন পাকিস্তানের অফ স্পিনার মোহাম্মদ হাফিজ। বোলিং অ্যাকশন অবৈধ হওয়ায় বিশ্ব ক্রিকেটের নির্বাহী সংস্থা আইসিসি থেকে বৃহস্পতিবার তাৎক্ষণিকভাবে হাফিজকে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
গত মাসে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে হাফিজের বোলিং অ্যাকশন অবৈধ বলে রিপোর্ট করেন ম্যাচ কর্মকর্তারা।
আইসিসি এক বিবৃতিতে জানায়, ‘পর্যালোচনা করে দেখা গেছে, হাফিজের অধিকাংশ ডেলিভারি নির্ধারিত ১৫ ডিগ্রির চেয়ে বেশি। ’
একই অভিযোগে ইতোপূর্বে দুই বার নিষিদ্ধ ছিলেন পাকিস্তানের এ অলরাউন্ডার। ২০১৫ সালের জুলাই থেকে এক বছর নিষিদ্ধও ছিলেন তিনি। দুই বছরের মধ্যে দ্বিতীয়বার তার বোলিং অ্যাকশন অবৈধ ঘোষিত হলো।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন