তৈরি হচ্ছে এমন পুলিশ স্টেশন, যেখানে থাকবে না মানব পুলিশ!
চীনের বড় শহরগুলোতে তৈরি হতে চলেছে এমন এক পুলিশ স্টেশন যেখানে থাকবে না কোনো মানুষ। তবে পরিচালিত হবে মানুষের দ্বারাই।
বুঝতে অসুবিধা হলে জেনে রাখুন, এই পুলিশ স্টেশনগুলো চালিত হবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে।
চীনে বহুদিন ধরেই রোবোটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণা চলছে। এমন পুলিশ স্টেশন চালু হলে তা অভিনব হবে সন্দেহ নেই।
তবে অন্য পুলিশ স্টেশনের চেয়ে এর বৈশিষ্ট্য আলাদা। অপরাধীদের নিয়ে নয়, বরং পুলিশের অন্য যে সকল পরিষেবা দেওয়ার থাকে সেই কাজ এই পুলিশ স্টেশনে হবে। যেমন মোটর ভেহিক্যালসের কাজ, রেজিস্ট্রেশন সার্ভিস, ফেস-স্ক্যানিং ইত্যাদি।
শুধু তাই নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে যেভাবে কাজ এগোচ্ছে তাতে মানুষ করতে পারে এমন সব কাজই এর দ্বারা করা সম্ভব হবে, বরং তার থেকে কিছু বেশিই। ভবিষ্যতে মানুষের মুখই হবে পরিচয়পত্র বা আইডি। আলাদা করে কোনো তথ্য প্রয়োজন পড়বে না।
আগামী দিনে রোবটেই চলবে পৃথিবী। এমন এক আশঙ্কার কথা অনেকেই জানিয়েছেন। কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে বহু মানুষ কাজ হারাবেন। এমন আশঙ্কাও রয়েছে। তার মধ্যেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে বহু কাজ হয়ে চলেছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন