তোমার জন্য কেঁদে চলে || নার্গিস নাহার রুনু
তোমার জন্য কেঁদে চলে
নার্গিস নাহার রুনু
তোমার জন্যে আমরা পেলাম
দেশের স্বাধীনতা,
ভাবতে তুমি পরাধীন এই
দেশ-জনতার কথা।
কাটলো সময় আধেক তোমার
বন্ধী কারাগারে,
তাই বলে কী কন্ঠ তোমার
রুদ্ধ হতে পারে!
একটি ভাষণ পাল্টে দিলো
বাঙালি এক জাতি,
তিরিশ লক্ষ প্রাণের দামে
কাটলো আমারাতি।
জাতির পিতা বঙ্গবন্ধু
আজকের এমন দিনে,
তোমার কথা স্মরণ করি
স্বাধীনতার ঋণে।
তোমার জন্য কেঁদে চলে
মধুমতী নদী,
এই দেশেরই আলো বাতাস
দেখতে এসে যদি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন