থিয়েটার কুবির সাংগঠনিক সপ্তাহ শুরু
ইমদাদুল হক মিরন, কুবি প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নাট্য সংগঠন থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সপ্তাহ শুরু হয়েছে।
রবিবার (১০ মার্চ) থেকে এই সাংগঠনিক সপ্তাহ শুরু হয়।
বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলা সংলগ্ন থিয়েটার বুথ থেকে আগামী ১১ মার্চ (সোমবার) থেকে ১৮ মার্চ (সোমবার) ,প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত থিয়েটার কুবির এ বছরের কর্মশালার নিবন্ধন ফর্ম পাওয়া যাবে। বিশ্ববিদ্যালয়ের নাট্যপ্রেমী যেকোনো শিক্ষার্থী এই নিবন্ধন ফর্ম সংগ্রহ করতে পারবেন।
উল্লেখ্য, ‘স্বদেশী স্পন্দনে তারুণ্যের জয়গানে’ এই শ্লোগানকে ধারণ করা থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নাট্যকর্মীরা প্রতিবছর তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে থাকেন। যেখানে অভিনয়, সাংগঠনিক দক্ষতা, সঙ্গীত, চিত্রাঙ্কন, নৃত্য, উপস্হাপনা,আবৃত্তিসহ বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে।
সাংগঠনিক সপ্তাহ প্রসঙ্গে থিয়েটার কুবির সভাপতি নাজমুল ফাহাদ বলেন, ‘প্রতি বছরের মত এবারও আমরা কর্মশালার আয়োজন করেছি। সাংগঠনিক সপ্তাহ শেষে কর্মশালা অনুষ্ঠিত হবে আগামী ২২ ও ২৩ মার্চ। এবারের কর্মশালায় দেশবরেণ্য নাট্য ব্যক্তিত্বরা প্রশিক্ষণ দেবেন বলে আশা প্রকাশ করছি।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন