দ. আফ্রিকায় আগুনে দুই ভাইসহ চার বাংলাদেশি নিহত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2018/10/africa-20181020195526.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
দক্ষিণ আফ্রিকায় মুদির দোকানে আগুন লেগে দুই ভাইসহ চার বাংলাদেশি নিহত হয়েছেন। ২০ অক্টোবর দেশটির নর্থওয়েস্ট প্রভিংসের ব্রিটস শহরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফেনীর দাগনভূইয়া উপজেলার আনোয়ার, তার ভাই মোশারফ, মামা মমিন এবং জামালপুরের ইব্রাহীম।
স্থানীয় ব্যবসায়ী বাদশা জানান, ভোর ২টায় তাদের নিজস্ব দোকানে আগুন লাগে। ওই সময় তারা দোকানের ভেতরে ছিলেন। আগুন লাগার পর বের হতে পারেনি। সকালে ফায়ার সার্ভিস খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।
এ ঘটনায় আর কেউ নিহত কিংবা আহত আছে কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফরেনসিক বিভাগের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি খতিয়ে দেখছেন।
তবে কি কারণে আগুন লেগেছে এখনো জানা যায়নি।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন