দক্ষিণ এশিয়ার ৪ শীর্ষ নেতা আসবেন ঢাকায়: স্বরাষ্ট্রমন্ত্রী
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে দেশে আসবেন ভারতের প্রধানমন্ত্রী, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী, নেপাল ও মালদ্বীপের রাষ্ট্রপ্রধান বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।
বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা জানান। বলেন, বিদেশী অতিথিরা ঢাকা ও ঢাকার বাইরে যেখানেই যাবেন কঠোর গোয়েন্দা নজরদারী করা হবে।
তিনি আরও বলেন, যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সব প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। এবং বড় ধরনের জনসমাগম করা হবে না বলেও জানান তিনি। ১৭ থেকে ২৬ মার্চ মোট ১০ দিন ব্যাপী উদযাপন করা হবে এই অনুষ্ঠান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন
সাতক্ষীরার তালায় ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা (পূর্বের সংবাদ)