দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় পশুর হাট সাতমাইল বন্ধ ঘোষণা
করোনার বিস্তার রোধে দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় পশুর হাট সাতমাইল বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। শনিবার( ২৬ জুন) দুপুরের দিকে যশোরের শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর আলিফ রেজা এ তথ্য নিশ্চিত করেন।
এদিকে, শার্শার সাতমাইল পশুর হাট এলাকার স্থানীয়রা জানায়, সাতমাইল পশুর হাট দক্ষিণবঙ্গের সব থেকে বড় হাট। এ হাটে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ব্যাপারীরা এসে পশু কেনা-বেচা করেন। করোনার মহামারি পরিস্থিতির মধ্যে সীমান্তবর্তী কয়েকটি জেলার গরুর হাট বন্ধ করা হলেও স্বাস্থ্যবিধি শতভাগ মেনে চলার শর্তে সাতমাইল হাট পরিচালনার অনুমতি বহাল রাখে প্রশাসন। পরে হাটে হাজার হাজার মানুষের উপস্থিতির কারণে স্বাস্থ্যবিধি রক্ষা সম্ভব হচ্ছিল না। ফলে এ এলাকায় করোনা সংক্রমণের হার বেড়ে গেছে এবং গত ১৫ দিনে করোনা ও উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে।
শার্শার ইউএনও মীর আফিল রেজা সাতমাইল পশুহাট বন্ধের বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্তে করোনা সংক্রমণ পরিস্থিতি অবনতি হওয়ায় আপাতত সাতমাইল পশুহাট বন্ধ থাকছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন