দণ্ডিতদের নির্বাচন না করাই ভালো : ওবায়দুল কাদের
আদালতে দণ্ডিত ব্যক্তিদের নির্বাচন না করাই ভালো বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রোববার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, দণ্ডিত ব্যক্তিদের নির্বাচন না করাই ভালো। নৈতিকতার প্রশ্নে আওয়ামী লীগ দণ্ডিত ব্যক্তিদের নির্বাচন করাকে সমর্থন করে না।
জয়ী হলে কে প্রধানমন্ত্রী হবেন, নির্বাচনের আগে তা ঘোষণা না করতে পারা ঐক্যফ্রন্টের প্রাথমিক পরাজয় বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
তিনি বলেন, ঐক্যফ্রন্টের নেতা থাকলেও মাথা নেই। তাদের এমন কেউ নেই যিনি প্রধানমন্ত্রী হতে পারেন।
ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের ২৫ দিন আগে বিএনপির আন্দোলনের ঘোষণা দুঃস্বপ্নের নামান্তর। জনগণ এখন নির্বাচনী মুডে, আন্দোলনের মুডে নেই।
তবে পরিস্থিতি অবনতির উদ্দেশে বিএনপি উসকানি দেয়ার অনেক চেষ্টা করেছে বলে অভিযোগ করেন তিনি।
ওবায়দুল কাদের আরও বলেন, আওয়ামী লীগ জনগণের শক্তির ওপর নির্ভরশীল। বিএনপি গুজবের ওপর নির্ভরশীল।
‘বিএনপির জনগণের ওপর আস্থা কম। যাদের জনগণের ওপর আস্থা কম তারাই গুজবের ওপর নির্ভর করে।’
কাদের বলেন, দিন যত যাবে আগামী নির্বাচনে কারা ক্ষমতায় আসবে বিষয়টি তত স্পষ্ট হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন