দয়া করে দ্রুত নির্বাচন দেন প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে মির্জা ফখরুল

দ্রুত নির্বাচনের দাবি করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মো. ইউনূসকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংস্কার শেষ করে দয়া করে নির্বাচনটা তাড়াতাড়ি দেন। তা না হলে দেশে অনেক পুনরায় কিছুই ঘটে যেতে পারে বলে এমনটাই আশঙ্কা ফখরুলের।

বুধবার (৩০ এপ্রিল) বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের মুন্সিরহাট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে গণ সংযোগ অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তিনি।

এ সময় তিনি আরও জনগণকে উদ্দেশ্য করে বলেন, হাসিনা কি আর দেশে ফিরতে পারবে! যদি ফেরে আপনারা তার হাতে হ্যান্ডকাফ পরাবেন। এমনটাই দাবি বিএনপির মহাসচিব এর। হাসিনা শিশু-কিশোর ছাত্রসহ হাজার হাজার মানুষকে হত্যা করেছে হাসিনা। তার বিচার হওয়া উচিত। মির্জা ফখরুল ভারতের কাছে হাসিনাকে ফেরত চান। কারণ তার বিচার হওয়া উচিত। মির্জা ফখরুলের আশঙ্কা, নির্বাচন যদি দেরিতে হয় তবে হাসিনা চলেও আসতে পারে।

তিনি আরও বলেন, ‘আমরাই ভাগ করে রাখছি মুসলমান-হিন্দু-খ্রিষ্টান অথচ আমরা যুগের পর যুগ একসঙ্গে মিলেমিশে বসবাস করে আসছি। গ্রামে একে অপরের বিপদে আপদে এগিয়ে আসার সময় হিন্দু-মুসলমান দেখি না। ভাগ হলে বছরের পর বছর অশান্তি লেগে থাকবে।

১৯৪৭ সালের দেশভাগের ঘটনা প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা তখনো মিলেমিশে থেকেছি। আমাদের শান্তি নষ্ট করার জন্য সেসময় ওপরে যারা ছিল, তারা আমাদের মাঝে গণ্ডগোল বাধিয়ে দিতো। আমরা বিভাজনের দিকে যাবো না।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।