দিনাজপুর-০১ নির্বাচনী আসনে আওয়ামীলীগ প্রার্থীকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর -১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে স্বতন্ত্র প্রার্থী বীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকা ট্রাক প্রতিক নিয়ে ১লক্ষ ১৫হাজার ৫১৬ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্ব›দ্বী আওয়ামীলীগ মনোনিত বর্তমান সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল নৌকা প্রতি নিয়ে ১লক্ষ ৬হাজার ৪৯৯ভোট পেয়েছেন।
রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে ১২৩টি কেন্দ্রে বিরতিহীন ভাবে সকাল ৮টা হতে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শুরু হয়। ভোট চলাকালে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। সকালে ভোটার উপস্থিতি কম হলেও বেলা বাড়ার সাথে সাথে ভোট কেন্দ্র গুলিতে ভোটার উপস্থিতি লক্ষ্য করা গেছে।
বীরগঞ্জ- কাহারোল সংসদীয় আসনে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন তারা হলেন ট্রাক প্রতিক নিয়ে স্বতন্ত্র প্রার্থী বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকা, নৌকা প্রতিক নিয়ে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত বর্তমান সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল, লাঙ্গল প্রতিক নিয়ে জাতীয় পার্টির মনোনীত শাহিনুর ইসলাম, হাতুড়ি প্রতিক নিয়ে ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী আবদুল হক, আম প্রতিক নিয়ে ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী মোঃ জহুরুল ইসলাম।
এ আসনে দুই উপজেলার ১২৩টি ভোট কেন্দ্রে ৮শত ৮৮টি কক্ষে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দুই উপজেলায় ১৭ টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ভোটার ৩ লাখ ৯২ হাজার ৭১১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১লাখ ৯৭ হাজার ১৮৯ জন ও নারী ভোটার ১ লাখ ৯৫ হাজার ৫২০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ২ জন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন