দিনাজপুরে অসহায় ও হতদরিদ্রদের মাঝে খাবার বিতরণ এর উদ্বোধন
মানবতার প্রত্যয় নিয়ে অসহায় ও হতদরিদ্রদের মাঝে একবেলা উন্নত মানের খাবার বিতরণ শুরু করেছে দিনাজপুর ব্লাড ফাউন্ডেশন।
প্রতি শুক্রবার জুম্মার নামাজের পর অ্যাডভান্স গুড ফুড কনজ্যুমার লিমিটেডের অর্থায়নে খাদ্য বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক করতোয়া দিনাজপুর জেলা প্রতিনিধি শাহরিয়ার হিরু, বিশেষ অতিথি ছিলেন চ্যানেল এস দিনাজপুর জেলা প্রতিনিধি মোঃ নাজমুল ইসলাম নয়ন।
দিনাজপুর ব্লাড ফাউন্ডেশনের সভাপতি রবিউল ইসলাম রাজু সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক আবির হোসেন বিপ্লব, ত্রান বিষয়ক সম্পাদক কাওসার আলী, ইসমাইল হোসেন, লিমা আক্তার।
উল্লেখ্য, দিনাজপুর রেল স্টেশন এর চত্বরে একশত অসহায় অতি ও হত দরিদ্রদের মধ্যে খাবার সামগ্রী বিতরণ করা হয় ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন