দিনাজপুরে বসতঘরে ক্যাসিনো আসর, ১০ জুয়াড়ি কারাগারে
রাতে বসতঘরে আসর বসিয়ে জুয়া খেলার অভিযোগে ১০ জুয়াড়িকে গ্রেফতার করেছে দিনাজপুরের বিরামপুর থানা পুলিশ। দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতাররা হলেন পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের ঢেলুপাড়া মহল্লার মোসলেম উদ্দিনের ছেলে আব্দুল আজাদ (৬০), জয়েন উদ্দিনের ছেলে জনাব আলী (৫৫), আব্দুল লতিফের ছেলে জনাব আলী (৫০), কায়েম উদ্দিনের ছেলে আতিয়ার রহমান(৪৫), মকবুল হোসেনের ছেলে আবু রায়হান (৩২), নাজমুল হোসেনের ছেলে নাসির হোসেন (৩৫), রহম আলীর ছেলে মজনু মিয়া (৪০), আব্দুর সাত্তার হোসেনের ছেলে পল্লব মিয়া (৫০), আইজ উদ্দিনের ছেলে মশিয়ার রহমান (৫০), মশিউর রহমানের ছেলে সাধন মন্ডল (৩৫)।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত দিনাজপুর জেলা প্রতিনিধি নয়ন কে বলেন, ‘গভীর রাতে বসতঘরে আসর বসিয়ে জুয়া খেলা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের ঢেলুপাড়া মহল্লায় অভিযান চালানো হয়। এ সময় জুয়া খেলার সময় ১০ জনকে আটক করা হয়। রাতেই তাদের নামে জুয়া আইনে মামলা করা হয়। সোমবার দুপুরে দিনাজপুর আদালতের মাধ্যেমে তাদের কারাগারে পাঠানো হয়।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন