দিনাজপুরে মহান একুশে ফেব্রিয়ারী ও মাতৃভাষা দিবস পালিত
দিনাজপুরে শ্রদ্ধা ও ভালবাসায় মহান একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
জেলাবাসী স্মরন করেছে ভাষা শহীদদের। শহীদদের প্রতি শ্রদ্ধার নিদর্শন স্বরূপ ফুলে ফুলে ছেয়ে দিয়েছে গোর-এ-শহীদ বড় ময়দানে অবস্থিত দিনাজপুর কেন্দ্রীয় শহীদ মিনার।
একুশের প্রথম প্রহরে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২টা ১ মিনিটে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও দিনাজপুর ৫ আসনের সংসদ সদস্য এডভোকেট মোস্তফা ফিজুর রহমান ফিজার, জেলা প্রসাসন ও পুলিশ প্রসাসন ,দিনাজপুর প্রেসক্লাব, দিনাজপুর সাংবাদিক ইউনিয়ন, দিনাজপুর ওমেন্স বাইক এসোসিয়েশন।
দিনাজপুর জিনেস গ্রুপ বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠন শহীদ মিনারে পুস্পস্তুবক অর্পন করেন।
সকালে দিবসটি উপলক্ষে আইন বিচার সংসদীয় কমিটির সভাপতি ও দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজারের নেতৃত্বে শোক রেলি বের হয়। এছারাও জেলায় আজ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন