দিনাজপুরের ফুলবাড়ী লালদীঘি বাজারে ডাকাতির ঘটনায় ডাকাত চক্রের ০৪ সদস্য গ্রেফতার
দিনাজপুর জেলার ফুলবাড়ী লালদীঘি বাজারের সিকিউরিটি গার্ডকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে অত্যাধুনিক কাটার দিয়ে তালা কেটে ডাকাতির ঘটনায় জরিত পিকআপ সহ আন্তঃজেলা ডাকাত চক্রের ০৪ সদস্য গ্রেফতার।
গ্রেফতার কৃতরা হলেন ১। মোঃ মোস্তাকিম ইসলাম (৩৫), পিতা- মোঃ আইনুদ্দীন মন্ডল, গ্রাম- চৌকিয়াপাড়া (সোনাপাড়া), থানা-ফুলবাড়ী, জেলা -দিনাজপুর, ২। মোঃ আব্দুর রহমান (৩৫), পিতা- মৃত আব্দুল মান্নান, গ্রাম-ছোট বেড়াগাও, থানা- দুঁপচাচিয়া, জেলা -বগুড়া, ৩। মোঃ হাসান (২৮), পিতা- মোঃ কোব্বাত, গ্রাম- মাসুমপুর চালুঞ্জা (মাসিমপুর চালুঞ্জা) , থানা- শিবগঞ্জ, জেলা –বগুড়া ৪। মোঃ বেলাল (৪৫), পিতা-ইউনুস আলী, গ্রাম-কলেজপাড়া ওয়ার্ড নং-০৭ বিরামপুর পৌরসভা, থানা-বিরামপুর, জেলা-দিনাজপুর।
আজ বুধবার দুপুরে দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে অতিরিক্ত পুলিশ সুপার মোমিনুল করিম জানান, গত ইং ০৪/০৫/২০২৪ খ্রিঃ রাত্রী অনুমান ১১.০০ ঘটিকা হতে ০৫/০৫/২০২৪ খ্রিঃ তারিখ ভোর ০৩.৫০ ঘটিকার মধ্যে যে কোন সময় দিনাজপুর জেলার ফুলবাড়ী থানাধীন ১নং এলুয়ারী ইউনিয়নের পার্বতীপুর গ্রামস্থ লালদীঘি বাজারের সিকিউরিটি গার্ডকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে অত্যাধুনিক কাটার দিয়ে তালা কেটে মুদিখানা ও বিকাশ নগদের দোকান মেসার্স পল্লব ভ্যারাইটিজ স্টোর এন্ড টেলিকম।
দুলালের মেসার্স তিনভাই ট্রেডার্স কীটনাশকের দোকান, মোঃ স্বাধীন সাগরের মেসার্স সাগর টেডার্স কীটনাশকের দোকানে ডাকাতি সংঘঠিত হয়।
উক্ত ঘটনাকে কেন্দ্রকরে পুলিশ সুপার জনাব শাহ ইফতেখার আহম্মেদ পিপিএম (বার) সার্বিক দিক নির্দেশনায়, ফুলবাড়ী সার্কেল দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন সার্বিক সহযোগীতায় অফিসার ইনচার্জ ফুলবাড়ী থানার নেত্রীত্বে ফুলবাড়ী থানার অফিসার ও ফোর্সদের সমন্বয়ে গঠনকৃত টিম ৪৮ ঘন্টা অক্লান্ত পরিশ্রম করে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বগুড়া, জয়পুরহাট, নওগাঁ সহ দিনাজপুর জেলার বিভিন্ন থানায় অভিযান পরিচালনা করে বর্নিত ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপ উদ্ধার আন্তঃজেলা ডাকাত চক্রের ০৪ জন সদস্যকে গ্রেফতার করা হয়।
ধৃত ডাকাতেরা উল্লেখিত ডাকাতির ঘটনায় তাদের সম্পৃক্ততার কথা প্রাথমিক ভাবে স্বীকার করেছে।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শেখ জিন্নাহ আল মামুন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন