দিনাজপুরের বীরগঞ্জে ধান মাড়াই মেশিনের আঘাতে শিশুর মৃত্যু
দিনাজপুরের বীরগঞ্জে ধান মাড়াই করা মেশিনের ফ্যানে জড়িয়ে মোছাঃ জান্নাতুল (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মোছাঃ জান্নাতুল উপজেলার শতগ্রাম ইউনিয়নের দেবারুপাড়া গ্রামের মোঃ জিয়াউররুল ইসলামের মেয়ে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেল ৩ টায় নিজ বাড়ির উঠোনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরে নিজ বাড়ির উঠোনে মেশিন দিয়ে ধান মাড়াইয়ের পর ঐ মেশিনে ধান পরিষ্কার করছিলেন পরিবারের লোকজন। এ সময় ঘরে থাকা শিশু মোছাঃ জান্নাতুল সকলের অজান্তে ঘর থেকে বেরিয়ে এসে মেশিনের কাছে চলে যায়। সেখানে অসাবধানতাবশত মেশিনের ফ্যানের সঙ্গে জড়িয়ে সে গুরুতর আহত হয়।
পরিবারে লোকজন উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
বীরগঞ্জ থানার ওসি মোঃ আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার জন্য ঘটনাস্থলে এসআই সুমনকে পাঠানো হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন