দিনাজপুরের বীরগঞ্জে নতুন আলুর কেজি ১২০ টাকা

দিনাজপুরের বীরগঞ্জ পৌর বাজারে আগাম জাতের নতুন আলু বিক্রি শুরু হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) বাজারে নতুন আলু উঠলেও এর দাম বেশ চড়া। খুচরা বাজারে প্রতি কেজি নতুন আলু বিক্রি হচ্ছে ১২০ টাকায়।

নবান্ন উপলক্ষে নতুন আলু কিনতে আসা ক্রেতারা জানান, তারা শখের বসে বেশি দামে হলেও নতুন আলু কিনছেন। ক্রেতা বুকুল রায় বলেন, “বাড়িতে নবান্নের আয়োজন করছি। আত্মীয়-স্বজন এসেছে, তাই নতুন আলু দেখলে সবাই খুশি হবে। ৫০০ গ্রাম আলু ৬০ টাকায় কিনলাম।”

একইভাবে ক্রেতা আফজাল হোসেন বলেন, “নতুন আলু ভালোভাবে পরিপক্ব হয়নি। তবুও শখ করে ৫০০ গ্রাম আলু কিনেছি ৬০ টাকায়।”

পৌর বাজারের বিক্রেতা মোঃ মোজাম্মেল হক জানান, তিনি পাইকারি বাজার থেকে ১৫ কেজি আলু ১১০ টাকা কেজি দরে কিনে ১২০ টাকায় বিক্রি করছেন। তার মতে, নবান্নের সময় নতুন আলুর চাহিদা বেশি থাকে এবং বাজারে সরবরাহ কম হওয়ায় দাম চড়া।

অন্যদিকে, পুরোনো দেশি আলু ও কাঠিলাল আলু খুচরা বাজারে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ বছর অল্প পরিমাণ আগাম জাতের নতুন আলু বাজারে এসেছে। তবে নবান্নের উৎসবকে ঘিরে ক্রেতাদের আগ্রহে নতুন আলুর চাহিদা ও দাম উভয়ই বেড়েছে।