দিনাজপুরের বীরগঞ্জে শিক্ষা সুপারভাইজারদের নিয়ে আশা’র বার্ষিক কর্মশালা অনুষ্ঠিত
দিনাজপুরের বীরগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আশা’র বার্ষিক কর্মশালা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। (২৩ অক্টোবর) বুধবার বীরগঞ্জের বেইস মিতালী প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত এই কর্মশালায় শিক্ষা কার্যক্রম সুপারভাইজাররা অংশগ্রহণ করেন।
কর্মশালায় আশা দিনাজপুর (বীরগঞ্জ) জেলার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার সবুজ রেমা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশা’র কেন্দ্রীয় সিনিয়র শিক্ষা কর্মকর্তা মোঃ জসীম আহমেদ।
তিনি বলেন, “আশা বাংলাদেশের ৬৪টি জেলায় ১০৫০টি ব্রাঞ্চের মাধ্যমে ১৫,৫০০টি শিক্ষা কেন্দ্র পরিচালনা করছে। সরকারি কর্মসূচির পাশাপাশি ‘আশা’ নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের শিক্ষার গুণগত মান উন্নয়নে কাজ করছে।”
এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর ডিভিশনাল সিনিয়র শিক্ষা কর্মকর্তা মোঃ আজাদুল হক সহ আরো অনেকেই।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন