দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘ভয়’

আগামী ১৪ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে ‘দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর ৭ম আসর। চলবে ১৮ অক্টোবর পর্যন্ত। এ উৎসবে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ভয় – দ্য ফেয়ার অব সাইলেন্স’।

নবারুণ ভট্টাচার্য্যের ‘মৃতদেহ দর্শন’ গল্পের ছায়া অবলম্বনে চলচ্চিত্রটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন জুয়েইরিযাহ মৌ। সরকারি অর্থায়নে নির্মিত বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট-এর প্রযোজনা ‘ভয়-দ্য ফেয়ার অব সাইলেন্স’।

‘দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ প্রদর্শনীর খবরে উচ্ছ্বসিত নির্মাতা জুয়েইরিযাহ মৌ। তিনি বলেন, দিল্লি চলচ্চিত্র উৎসবে ‘ভয়-দ্য ফেয়ার অব সাইলেন্স’ প্রদর্শনীর মাধ্যমে চলচ্চিত্রটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে। এ খবর আমার এবং আমার ‘ভয়’-এর গোটা টিমের জন্য আনন্দের।

সমাজ ও রাজনৈতিক বাস্তবতায় মানুষের একান্ত ব্যক্তিগত জীবনেও অস্থিরতা আসে। সারাদেশ জুড়ে ব্লগার ও অনলাইন এক্টিভিস্টদের যখন কুপিয়ে হত্যা করা হচ্ছে তখন একজন লেখক নিজের ভেতরে অনুভব করেন তার আঁচ। মনস্তাত্বিক জগতে তোলপাড় শুরু হয়। চেনা-আধ চেনা মুখ রক্তে ভেসে যাচ্ছে এই দৃশ্য দেখে। টিভি স্ক্রিনে সে খবর শুনে। শান্ত, স্বাভাবিক সংসারের চিত্র বদলে দেয় দেশের রাজনৈতিক পট-পরিবর্তন। যার খবর হয়তো কোন নিউজে কোন মিডিয়ায় আসে না। কিন্তু লেখক নিলয় আর সহজ-সরল অপর্ণার স্বাভাবিক দিনযাপন আর স্বাভাবিক থাকে না। এরকম ভাবেই এগিয়ে যায় ‘ভয়-দ্য ফেয়ার অব সাইলেন্স’ এর কাহিনী।

২২ মিনিটের এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নিয়ে নির্মাতা জুয়েইরিযাহ মৌ বলেন, অনেক বড় কোন রাজনৈতিক বা সামাজিক ইস্যু কি করে স্বতঃস্ফূর্ত গতিতে চলতে থাকা ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলে এ নিয়ে এ গল্প বলে যেতে চেয়েছি আমরা। আমি নিজেই ব্যক্তিগতভাবে এরকমটা ভাবি, আমরা ইস্যুদের এড়িয়ে যাই, আমরা অনেকেই। কিন্তু সেই ইস্যুই হয়তো আমার বা আমার খুব কাছের কারও ব্যক্তিগত জীবনের একটা অন্ধকার অংশ!

‘ভয়’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির নির্বাহী প্রযোজক মিতুল আহমেদ। সিনেমাটোগ্রাফার রাওয়ান সায়েমা এবং সম্পাদনা করেছেন চৈতালি সমাদ্দর।